সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজারে সিএনজি ও বাসের টুল বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মুখোমুখি উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৩ মে) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

 


স্থানীয়রা জানান, জাউয়া বাজারে বাস মালিক সমিতির পক্ষে জুমন আহমদ বাজারে (সুনামগঞ্জগামী বাস রোডে) বাসস্টপেজে ছাতা টানিয়ে টুল বসিয়ে দীর্ঘদিন যাবৎ বাস থেকে টাকা তুলে আসছেন। অপরদিকে বাজারের (সিএনজি স্ট্যান্ডে) আজ বুধবার দুপুরে হেলাল উদ্দীন সিএনজি শ্রমিক ইউনিয়নের পক্ষে টুল বসাতে গেলে জুমন ও হেলালের মধ্যে বাকদন্ডিতা বাধে। এ থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এদিকে, পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আহাম্মেদ উল্লাহ ভূইয়া বলেন, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ রির্পোট লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কাজ করছে।

 

সিলেটভিউ২৪.কম/শংকর/মাহি-১৪