মহানগর যুবদল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদল নেতা পারভেজ খান জুয়েল, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা জুনেদ হোসেনসহ ৮জন দলীয় নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
 

অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
 


এক বিবৃতিতে তিনি বলেন, কোন উস্কানী ছাড়াই মঙ্গলবার নগরীতে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় সিলেটবাসী বিস্মিত। মানুষের জানমানের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এমন বেআইনী আচরণ কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কোনভাবেই কাম্য নয়। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারকৃত যুবদল নেতা পারভেজ খান জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা জুনেদ হোসেনসহ ৮ জন দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬০