শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা চালিয়ে দলীয় ৮ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, কোন ধরনের উস্কানী ছাড়াই মঙ্গলবার একটি শান্তিপূর্ণ মিছিল থেকে মহানগর যুবদল নেতা পারভেজ খান জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা জুনেদ হোসেন, রাজু আহমেদ, কামরুল হাসান, সাইফুল ইসলাম সোহাগ ও হাফিজুলকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এর মাধ্যমে সিলেটের রাজনীতির ময়দানকে উত্তপ্ত করার ষড়যন্ত্র চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সরকারের দলীয় লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে। বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমানোর ষড়যন্ত্র করছে। জুলুম-নিপীড়ন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৫