সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির এমইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে এমইউ ফুটসাল।  যেখানে টাইটেল স্পনসর হিসাবে আছে এলিট মটরস । আজ বৃহস্পতিবার উদ্বোধনী দিনে শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে দশটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর এবং ইকোনমিকস বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, স্পোর্টস ক্লাবের সভাপতি ফাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক এনায়েত আলী হাবিব প্রমুখ।


উদ্বোধনী ম্যাচে বিবিএ ফ্যালকন’কে গোল্ডেন শুটে হারায় সিএসই নাটমেগস। ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের আনান এর হাতে। দ্বিতীয় ম্যাচে সিএসই আইকন’কে টাইব্রেকারে ১-০ গোলে হারায় এলএলবি ফাইটার্স। ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের রামিমের হাতে। তৃতীয় ম্যাচে এসডাব্লিউই স্টোরমার্স’কে ২-০ গোলের ব্যবধানে হারায় সিএসই ফেরোসিয়াস । ম্যাচসেরার পুরস্কার পান বিজয়ী দলের আব্দুল্লাহ।

দিনের চতুর্থ ম্যাচে ব্লেজিং বুটস অব সিএসই’কে ১-০ গোলের ব্যবধানে হারায় এলএলবি ব্রাদার্স । ম্যাচসেরার পুরস্কার বিজয়ী দলের মাহদী পান। পঞ্চম  ম্যাচে বিবিএ ড্রাগন ’কে ১-০ গোলের ব্যবধানে হারায় ভালার মোরগালিস । ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের জিল্লুর  এর হাতে। ষষ্ঠ ম্যাচে এসডাব্লিউই স্টোরমার্স কে ১-০ গোলের ব্যবধানে হারায় পাইরেটস অব সিএসই ৫৭ । ম্যাচসেরার পুরস্কার পান এসডাব্লিউই’র শাফিন।

সপ্তম ম্যাচে  সিএসই আইকন’কে টাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে হারায় আইকনিক ইকোনমিকস। ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের রিপনের হাতে। অষ্টম ম্যাচে ব্লেজিং বুটস অব সিএসই  টাইব্রেকারে ১-০ গোলে পরাজিত করে সিএসই ব্লাস্টার্সকে । ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের লাবিব এর হাতে। নবম ম্যাচে আইকনিক ইকোনমিকস’কে ২-০ গোলের ব্যবধানে হারায় সিএসই রেড ডেভিল। বিজয়ী দলের রিয়াদ পান ম্যাচসেরার পুরস্কার।

দিনের সর্বশেষ  ম্যাচে বিবিএ ফ্যালকন’কে ১-০ গোলের ব্যবধানে হারায় ভালার মোরগলিস । ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের অপুর হাতে।

আসরে বিজয়ী এবং রানার আপ দলের ট্রফি স্পন্সর করেছেন এমইউ স্পোর্টস ক্লাবের সাবেক সভাপতি জুনেল আহমেদ। এ ছাড়া ম্যাচগুলোর ম্যান অব দ্য ম্যাচ স্পনসর করছে thikache.com।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে