এমইউ ফুটসাল সিজন দ্বিতীয়  দিনের মতো সম্পন্ন  হয়েছে। যার টাইটেল স্পনসর হিসেবে আছে এলাইট মটরস | দিনের  প্রথম ম্যাচে বি বি এ ড্রাগনকে ১-০ ব্যাবধানে হারায় সিএসসি নাটমেগস। ম্যাচসেরার পুরস্কার ওটে বিজয়ী দলের আনান এর হাতে।


দ্বিতীয় ম্যাচে সিএসসি ফেরোসিয়াসকে ১-০ ব্যাবধানে হারায় পাইরেটস অব সিএসসি ৫৭। ম্যাচ সেরার পুরস্কার বিজয়ী দলের আরিফ এর হাতে। 



তৃতীয় ম্যাচে ইংলিশ রোলিং স্টোনকে ১-০ ব্যবধানে হারায় এলএলবি ব্রাদার্স। ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার বিজয়ী দলের নাহিদের হাতে। 


এলএলবি ফাইটার্স বনাম আইকনিক ইকোনমিক্সের মধ্যকার চতুর্থতম  ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পেনাল্টির এর মাধ্যমে এলএলবি ফাইটার্স জয়লাভ করে। ম্যাচসেরা হন রামিম। 
দিনের পঞ্চম ম্যাচ টি বিবিএ ফেলকন এবং বিবিএ ড্রাগন এর ওয়াকওভার হলে জয় পায় বিবিএ ড্রাগন।

 
ষষ্ঠ ম্যাচে ভালার মর্ঘুলিস কে ১-০ ব্যবধানে হারায় সিএসসি নাটমেগস।ম্যাচ সেরার পুরস্কার উঠে তাহসিনের হাতে। 


সপ্তম ম্যাচে ইংলিশ হাই-এন্ড ড্রাইকে ২-০ ব্যবধানে হারায় সিএসসি ফেরোসিয়াস।ম্যাচ সেরার পুরস্কার উঠে সাইফুলের হাতে। সিএসসি ব্লাস্টার্স বনাম ইংলিশ রোলিং স্টোন এর মধ্যকার অষ্টম ম্যাচটি গোল্ডেন শটের মাধ্যমে সিএসসি ব্লাস্টার্স জয় লাভ করে। ন্যাচারাল পুরস্কার উঠে বিজয়ী দলের মানছুর এর  হাতে। 


দিনের নবম ম্যাচে এলএলবি ফাইটার্স এর বিপক্ষে সিএসসি রেড ডেভিল ১-১ ড্র করে। ম্যাচ টি পেনাল্টির মাধ্যমে সিএসসি রেড ডেভিল জয় লাভ করে।ম্যাচ সেরার পুরস্কার টি বিজয়ী দলের রাবেক এর  হাতে উঠে। দিনের শেষম্যাচ টি ইংলিশ হাই এন্ড ড্রাইকে ১-০ ব্যবধানে হারায় পাইরেটস অফ সিএসসি ৫৭।ম্যাচসেরার পুরস্কারটি উঠে বিজয়ী দলের আশিকের হাতে। 

 

এমইউ ফুটসাল সিজন - ০২ এর ট্রফি স্পন্সর করেছেন এমইউ স্পোর্টস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট জুনেল আহমেদ এবং ম্যান অব দা ম্যাচ স্পনসর করেছেন thikache.com।


সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে/ইআ-০৫