সিলেটের বিয়ানীবাজারে উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনীতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে নির্ধারিত কমিউনিটি সেন্টারে পুলিশ তালা দিয়ে দিলে এর বাইরেই অনুষ্ঠানের আয়োজন করেন নেতাকর্মীরা।
শনিবার (৬ মে) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের ইউসুফ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে- এমন অভিযোগ সঠিক নয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সিলেটভিউ-কে বলেন, আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আমরা প্রথমে পৌরশহরের ইউসুফ কমপ্লেক্সে করতে চেয়েছিলাম। কিন্তু শুক্রবার প্রস্তুতি নিতে শুরু করলে পুলিশ এসে বাধা দিয়ে বলে- পৌরশহরের বাইরে কোনো স্থানে অনুষ্ঠানের আয়োজন করার জন্য। পরে আমরা পুলিশের নির্দেশমতো পৌরশহরের বাইরে কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার আব্দুল্লাহপুর নামক স্থানের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিতে থাকি। কিন্তু আজ (শনিবার) দুপুরে সেখানে গিয়েও পুলিশ বাধা দেয়। পরে আমরা বাধ্য হয়ে আমরা পুলিশের তালাবদ্ধ ইউসুফ কমপ্লেক্সের সামনে এসে খোলা জায়গায় ঈদ পুনর্মিলনী এবং পরে একটি সংক্ষিপ্ত মিছিল করি।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) সিলেটভিউ-কে বলেন- আসলে আমরা বাধা দেইনি। তাদের দুটি গ্রুপের মাঝেই ওখানে মারামারির আশঙ্কা ছিলো। তাই আমরা তিন দিন আগে তাদের বলছিলাম- তারা যেন ইউএনও মহোদয়ের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে এসে অনুষ্ঠান করে। কিন্তু তারা কোনো অনুমতি নেয়নি।
ওসি আরও বলেন- অনুমতি না নিয়ে অনুষ্ঠান করলে আর সেখানে মারামারির ঘটনা ঘটলে এর দায়ভার তো পুলিশকেই নিতে হতো। তাই সকল অপ্রীতিকর ঘটনা ঠেকানোর স্বার্থে আমরা অনুমতি নিয়ে তাদের অনুষ্ঠান করতে বলেছি শুধু।
সিলেটভিউ২৪ডটকম / আনোয়ার / ডালিম