সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানার তামার তার চুরির ঘটনায় আরো ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

 


গ্রেফতারকৃতরা হচ্ছেন- মৌলভীবাজার রাজনগরের পশ্চিম খাসের কালাম মিয়া ওরফে কালা মিয়ার পুত্র ইউসুফ ডাকাত ওরফে বনি ইউসুফ (৪০) মৃত ওয়াসেদ আলীর পুত্র আনোয়ার হোসেন   (৩৭) ও শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের আনসার সদস্য মো:ওসমান (৪০) ও  মো: এমরান হোসেন (৩৬)

 

ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম জানান, সারকারখানায় তামার তার চুরির ঘটনায় পুর্বের মামলার জড়িতদের গ্রেফতার করতে শনিবার অভিযান চালিয়ে সারকারখানা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ মাহি