সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার নদী ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছে। সারা দেশে নদী ভাঙন এলাকা চিহিৃত করে অগ্রাধিকার ভিত্তিতে তা রোধ করার লক্ষে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি নদী ভাঙ্গনের কারণে আর কাউকে নি:স্ব হতে হবে না। আমরা নদী ভাঙন রোধে আন্তরিকতার সাথে কাজ করব।
 

তিনি ৭ মে রবিবার বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুরে পুকুর ভরাট করণ ও অস্থায়ী তীর প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন শেষে এ কথাগুলো বলেন।
 


এ সময় উপস্থিত ছিলেন- সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয়  প্রকৌশলী আমির হোসাইন খান, উপ সহকারী প্রকৌশলী মো. গেলাম বারী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মতিন, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ফারুক আহমদ, বালাগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন সামস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সদস্য শাহ আলম সজিব, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াবর মিয়া সাধারণ সম্পাদক সুজন আহমদ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুর রহমান আসাদ প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২৮