আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদার এর সমর্থনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ও যুব সমাজকে সাথে নিয়ে রোববার (৭ মে) রাত সাড়ে ৯টায় সিসিকের ২০নম্বর ওয়ার্ডের শিবগঞ্জস্থ মজুমদারপাড়া এলাকাবাসীর সাথে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।


পরামর্শ সভায় মিঠু তালুকদার বলেন, আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী ২১ জুন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার জন্য আপনাদের পরামর্শ প্রয়োজন আমার। আমি গত ৫ বছর ধরে এই ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যে অনেক উন্নয়নের অভাব রয়েছে। ছাত্র ও যুব সমাজের কর্মসংস্থানের অভাব। আপনারা যদি আমাকে পরামর্শ ও সহযোগিতা করে কাউন্সিলর নির্বাচিত করেন তাহলে আমি সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে দিবো। 



তিনি আরো বলেন, সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি আমাদেরকেও এগিয়ে আসতে হবে সমাজ উন্নয়নে। আমরা যারা তরুণ আছি এখনি আমাদের সময় সমাজের জন্য কিছু করার। তাই এলাকার মুরুব্বী থেকে শুরু করে ছাত্র ও যুব সমাজ ভাইদের প্রতি একটাই অনুরোধ আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এমন একজনকে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করুন যারা আমাদের এই ২০নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে রুপান্তরিত করে।


এলাকার মুরুব্বী মুহিবুর শাকুর সভাপতিত্বে ও সৌরভ দাস ও আবু বকর সিদ্দিকী মিশকাত এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন-আব্দুল মালিক শওকত, মো. লুৎফর রহমান, দেলোয়ার হোসেন, সুনাহর আলী, পারেছ আহমদ। ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন-নজরুল ইসলাম, মাসুম খান, নাজমুল আহমদ, আশরাফুল হক, শেখ মো. আমজদ, শেখ মো. আমজদ, লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৮