কুলাউড়ায় নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
 

সোমবার (৮ মে) উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) মো. আবুল বাসারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, কবি ভানু পুরকায়স্থ, সাংবাদিক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, শিশু বক্তা মিথিলা ও নৌরিন প্রমুখ।
 

সভাশেষে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৬ জন শিশু প্রতিযোগিদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া শিশু একাডেমিতে ভর্তিকৃত ৬০ জন প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ শ্রেণির শিশুদের মধ্যে পোষাক বিতরণ করা হয়।


 

সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৬৪