ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে সরকারি জায়গায় রাস্তা দখলকে কেন্দ্র করে দু-পরিবারের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

 


স্থানীয় সূত্রে জানাযায়, এ দুই পরিবারের হামলা পাল্টা হামলায় দু'পক্ষের ২জন আহত হয়েছেন। উভয় পক্ষের মধ্যে সরকারি জায়গা দখল নিয়ে পূর্ব বিরোধ ছিল। এসব বিষয় নিয়ে রোববার রাত প্রথম দফায় প্রতিপক্ষরা হামলা করে মনোয়ারা বেগমকে (৩০)  আহত করেছে। মনোয়ারা বেগম গ্রামের  মৃত ইন্তাজ আলীর কন্যা। পরদিন সোমবার (৮ মে) বিকেলে দু’পক্ষের মধ্যে বাকদন্ডিতার এক পর্যায়ে পাল্টা হামলা করে মনোয়ারার লোকজন।

 

হামলায় আহত হন নুরুল হক (৫৫)। তিনি নোয়াগাঁও গ্রামের জমসিদ আলীর পুত্র। দু্ই দিনের দুই দফা হামলায় এক পক্ষের মহিলা ও এক পক্ষের একজন পুরুষ আহত হন। আহত দু’জনকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

ছাতক থানার এসআই এখলাস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনায় কোন মামলা হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/শংকর/ইআ-১০