লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) এর উদ‍্যোগে সোমবার (৮ মে) সকাল ১১টায় সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং সভা অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে গবেষণা প্রশিক্ষণ বিশেষ করে আধুনিক  বিভিন্ন তথ‍্যের উপর উন্নত ট্রেনিং যেমন মেশিন লার্নিং বা Artificial Intelligence এর উপর রিসার্চ ট্রেনিং, রিসার্চ মেথোডলজি এবং রিসার্চ বাজেটিং এর উপর ট্রেনিং এর ব‍্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় আরো বেশি অংশগ্রহণ সুযোগ বিষয়ে আলোচনা করা হয়। 


 

লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) এর উপদেষ্টার সভাপতিত্বে এতে লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি এসিউরেন্স সেলের (IQAC) পরিচালক, অতিরিক্ত পরিচালক, রিসার্চ ও পাবলিকেশন সেলের পরিচালক সহ রিসার্চ ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সিলেটভিউ২৪ডটকম/ইআ-১৮