সুপারস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা যেন থামছেই না। একের পর এক আলোচনার কেন্দ্রে আসছেন তিনি। বিশেষ করে চিত্রনায়িকা বুবলীকে নিয়ে।
 

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমকে বুবলী জানান, শাকিবের সঙ্গে তার সম্পর্ক ঠিক রয়েছে।


তবে শাকিব শোনালেন ভিন্ন কথা। তিনি গতকাল একটি গণমাধ্যমকে জানান, বুবলীর সঙ্গে তার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

এ বিষয়ে বুধবার (১০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা বুবলী। যেখানে তিনি আবারও দাবি করেন, এখনো শাকিব খানের স্ত্রী তিনি। তাদের ডিভোর্স হয়নি। বুবলীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
বুবলী লেখেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে। কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না।’
 

‘আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমধ্যে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?’

‘কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কী!!’
 

‘শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই। কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো...।’
 

ঈদের স্মৃতি স্মরণ করে বুবলী লিখেছেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম। শেহজাদসহ একসঙ্গে ঈদ কাটিয়েছি। গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার (শাকিব) আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন। আপনার জোকস শুনে হেসেছি, একসঙ্গে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি...।’
 

‘শেহজাদ ছাড়াও কয়েকদিন আগে আমরা এই ঈদ এবং ঈদের পরও একসঙ্গে থেকেছি। টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন?’
 

‘এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে, শেহজাদ বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কী নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন।’

বুবলী শাকিবকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যে কোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি।’
 

‘আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না...।’
 

‘সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে। ভালো ভালো সিনেমা করুন। তবে মনে রাখবেন, সুপারস্টারডোম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়।’

‘অনেকটা সময় পার হয়ে গেছে। এখন নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল।’
 

‘এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার। সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো। কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। আর শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।’


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৯৭


সূত্র : জাগোনিউজ