সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নগর গড়তে কাজ করবো। সন্ত্রাস হচ্ছে সব অশান্তির মূল কারণ আর দুর্নীতি হচ্ছে সব উন্নয়নের অন্তরায়। সন্ত্রাস ও দুর্নীতি দমন না করতে পারলে কোন উন্নয়ন সম্ভব নয়। তাই সর্বপ্রথম কাজ করতে হবে সন্ত্রাস নির্মূল করা।
 

তিনি আরো বলেন, সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে রক্ষা করে নগরকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।
 


নগরের মানুষ শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক, উন্নত জীবন পাক-সেই লক্ষ্যই আমরা বাস্তবায়ন করবো। মহান আল্লাহর মেহেরবানীতে আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি মেয়র নির্বাচিত হলে সন্ত্রাস নির্মূল থাকবে না।
 

তিনি বুধবার (১০ মে) নগরীর ৭নং ওয়ার্ডে জনসাধারণের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।
 

এসময় ইসলামী আন্দোলন ও ৭নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯৯