মাদক নিয়ন্ত্রণে অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেছেন সিলেট মেট্রোপলিটন (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম)।

বুধবার (১০ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ আশ্বাস প্রদান করেন। 


এসময় তিনি বলেন- মাদকের অপকারিতা এবং মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিলেটে মাদক নিয়ন্ত্রণে অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নিয়মিত সহযোগিতা প্রদান করবো আমরা। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব হতে মুক্ত রাখার বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ যথাযথভাবে পালনের জন্য সর্বস্তরের নাগরিকদের সহযোগিতাও প্রয়োজন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগে কর্মরত সহকারী উপ-পরিদর্শকসহ বিভিন্ন গ্রুপে কর্মকর্তা-কর্মচারীদের ‘অফিস ব্যবস্থাপনা, আইনের প্রয়োগ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। 

এছাড়া বিভিন্ন পদমর্যাদার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম