সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১২ মে) সকাল নয়টায় সিলেট নগরীর শারদা হল প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে চলছে জোর প্রস্তুতি।
দিনব্যাপী দ্বিবার্ষিক এ সম্মেলন উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমেদ চৌধুরী।
জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিমকে আহবায়ক এবং গৌতম চক্রবর্তীকে সদস্য সচিব করে ১৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
করোনা ও বন্যা পরিস্থিতির কারণে অনেকদিন পর জোটের সম্মেলন হওয়ায় সংস্কৃতি মহলে উৎসব আমেজ চলছে। সিলেটের সকল প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করবে। দিনব্যাপী আয়োজনে সকাল ৮.৩০ হতে শুরু হবে সংগঠন গুলোর রেজিস্ট্রেশন। ৯ টায় উদ্বোধনী পর্ব শেষে থাকবে অন্যান্য আয়োজনসমূহ।
সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে একটি অসম্প্রদায়িক সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে পরিপূরক সাংস্কৃতিক জাগরণ দরকার। সঙ্গত কারণেই সংস্কৃতিকর্মীদের সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করতে হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে এবং তারাই সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে সকল অসঙ্গতি দূর করবে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি