শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, শিমুলবাকঁ ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: তারিক জামিল অপু, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ
সময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এবং আগামীদিনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এবং এলাকার অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের আরো সক্রিয় ভূমিকা পালন করার কথাও তুলে ধরা হয়। পাশাপাশি ঈদুল আযহাকে সামনে রেখে গরু চুরি রোধে রাতের বেলা পুলিশের টহল বাড়ানোর আহবান জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/ মাহি