সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের খাঁ গোষ্ঠীর ও শেখ গোষ্ঠীর মধ্যে গত ৪মে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত সালাম মিয়া (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ৭ টায় সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আহাম্মেদ উল্লাহ ভূঁইয়া আহত সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (৪ মে) সকালে খাঁ গোষ্ঠী ও শেখ গোষ্ঠীর লোকজন মধ্যে সংঘর্ষ ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়। খাঁ গোষ্ঠীর পক্ষে আহত সালাম মিয়ার শারীরিক অবস্থা অবনতি ঘটলে ঐ দিন বিকাল ৪ ঘঠিকার আইসিইউতে স্থানান্তর করা। তার অবস্থার আর অবনতি ঘটলে রাত ৮ টায় লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জীবন মৃত্যুর সন্নিক্ষণে আজ সকাল সাড়ে ৭ টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সিলেটভিউ২৪ডটকম / শংকর / ডি.আর