হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সেে আঁখি আক্তার নামর এক নার্সের সাথে অসদাচরণ এর অভিযোগ উঠেছে   কমপ্লেক্সের সামনের ফার্মেসী ব্যাবসায়ী তারেক মিয়া (২০) এর বিরুদ্ধে। এসময় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সোহরাব হোসেন মুটোফোনে বিষয়টি আজমিরীগঞ্জ থানায় অবগত করলে পুলিশ গিয়ে তারেককে থানায় নিয়ে আসে। 


তারেক মিয়া পৌরসভার কৃষ্ণনগরের বাসিন্দা ফুরমান মিয়ার ছেলে। 


 

বৃহস্পতিবার (১১ই মে)  রাত সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের রোগীর ওয়ার্ডে এই ঘঠনা ঘটে। 

 

হাসপাতাল কর্তৃপক্ষ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার কৃষ্ণ নগরের ফরুখ মিয়ার ১৩ মাস বয়সী শিশু পুত্র আশিকুল ইসলাম কে ভর্তি করেন তার স্বজনরা । তখন দায়িত্ব প্রাপ্ত নার্স বাচ্চাদের জন্য ব্যবহৃত মাইক্রো স্যালাইন সেট আনতে লিখে দেন । রোগীর স্বজনরা কাগজ নিয়ে তারেকের ফার্মেসীতে গেলে তারেক বড় রোগীর জন্য ব্যবহৃত স্যালাইন সেট দিয়ে দেন। তখন কর্তব্যরত নার্স আঁখি আক্তার স্যালাইন সেটটি পাল্টে ছোট বাচ্চাদের মাইক্রো স্যালাইন সেট নিয়ে আসতে বলেন। তখন বাচ্চার স্বজনরা তারেকের ফার্মেসীতে গেলে তারেক তাদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে কর্তব্যরত নার্সের কক্ষে গিয়ে নার্স আঁখি আক্তারের সাথে গালিগালজ সহ অসদাচরণ করেন। শোর চিৎকার শুনে হাসপাতালের অন্যান্য স্টাফরা নার্সের কক্ষের সামনে জড়ো হন। তারা তাৎক্ষণিক বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সোহরাব হোসেনকে অবগত করেন। 
ডা.সোহরাব হোসেন বিষয়টি আজমিরীগঞ্জ থানায় অবগত করলে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তারেককে থানায় নিয়ে আসেন। 

 

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সোহরাব হোসেন বলেন, নার্স আঁখি আক্তার বাচ্চাদের মাইক্রো স্যালাইন সেট আনতে লিখে দিলে তারেক বড়দের স্যালাইন সেট দেন তখন আখিঁ আক্তার বাচ্চার স্বজনদের সেটি পাল্টে আনতে বলেন। স্বজনরা সেটি পাল্টে আনতে গেলে তারেক বাচ্চার স্বজনদের নিয়ে নার্সের কক্ষে গিয়ে আঁখি আক্তারের সাথে অসদাচরণ এবং গালিগালাজ করেন৷ এছাড়াও তারেক এবং তারেকেে ভাই মোস্তাকিন প্রায় সময় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে রোগীদের সাথে ঘুরঘুর করেন। প্রায় মাস তিনেক আগে একই ভাবে তারেকের ভাই মোস্তাকিন মিয়া (৩০) একটি ঝামেলা বাঁধায় তখনও পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়৷ 
হাসপাতালের ভিতরে এমন ঘঠনা অনেকেই শঙ্কায় আছেন। 

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী বলেন, খবর পেয়ে তারেককে জিজ্ঞাগাসাবের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/ইআ-০১