আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
 

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে নগরীর মহাজনপট্টিতে দলের নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ করেন নৌকার এ প্রার্থী।
 


এসময় তিনি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমিও কথা দিচ্ছি, মেয়র নির্বাচিত হলে সকল মানুষ, ধর্মবর্ণসহ সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।
 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সদস্য দিবাকর ধর রায়, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, ব্যবসায়ী জুম্মা আব্বাস রাজু, ব্যবসায়ী ইমরান রহিম, সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি সুমন আহমদ, টুলুট গাজী, আব্দুস সাত্তার সাদিক, সাইদুল হক সাইদ, ছাত্রনেতা সাইফুর রহমান, জাহিদ মুসা, এ এইচ রনি, ইমন হোসাইন, এম এ ফয়েজ, তাহসিন মাহি, মাহদি মাহি, ইসতিয়াজ জনি প্রমূখ।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১৮