নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে কাননগোবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জালসহ প্রায় ৫১৪ পাউন্ড জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারেন্ট জাল বিক্রির দায়ে ব্যবসায়ী আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া শরফ উদ্দিন নামে অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ মে) বিকেলে এই অভিযান চালানো হয়।
আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও বড়লেখা থানার এসআই মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন শুক্রবার জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে কাননগোবাজারে অভিযান চালানো হয়েছিল। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ প্রায় ৫১৪ পাউন্ড জাল জব্দ করা হয়েছে। এসময় একজনকে জরিমানা এবং আরেকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু