সিলেটের দক্ষিণ সুরমায় বিআরটিসি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ মে) বিকাল সোয়া ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সরমার লালাবাজার এলাকার নোয়াগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। 

আহত দুই মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। 


এ  রিপোর্ট লেখা (বিকাল ৪টা) পর্যন্ত আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে তারা মিষ্টিজাত দ্রব্য বিক্রয়-বিপণন প্রতিষ্ঠান ‘পিউরিয়া’য় কর্মরত বলে জানা গেছে। 

দুর্ঘটনার বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। 

প্রত্যক্ষদর্শীরা জানান- পিউরিয়া’য় কর্মরত দুজন মোটরসাইকেলযোগে ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে সিলেটের দিকে আসছিলেন। দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার নোয়াগাঁও নামক স্থানে আসলে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির বিআরটিসি বাস (ঢাকা মেট্রোব ১৫-৪৭৭৫) তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তার পাশে খাদে গিয়ে পড়েন। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

এদিকে, মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাসের চালক গাড়ি নিয়ে পালিয়ে যেতে চাচ্ছিলেন। তবে কিছুদূর যাওয়ার পর স্থানীয় জনতা বাসকে আটকালে চালক ও হেলপার দ্রুত পালিয়ে যান। 

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম