সিলেটের গোলাপগঞ্জে 'বুধবার'কে সর্বজনীন পেনশন ডে হিসেবে ঘোষণা করা হয়েছে।

 


বুধবার সর্বজনীন পেনশন স্কিম ডে উদ্যাপন উপলক্ষে অবহিতকরণ সভায় এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

উপজেলার পৌর শহরের একটি মার্কেটের সামনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
 

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরমেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, মহিলা কাউন্সিল মনোয়ারা ফেরদৌস, সিলেট জেলা বাস- মিনিবাস চালক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিটি ব্যাংকের ব্যবস্থাপক সুদেন্দু।
 

এর আগে গোলাপগঞ্জ এসিল্যান্ড কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর পৌরসভায় সর্বজনীন পেনশন স্কীমের বুথ উদ্বোধন করা হয়। এরপর উপজেলার পোর শহরের চৌমূহনীতে সিএনজি (অটেরিক্সা) ও মাইক্রোবাস অফিসে গিয়ে চালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি।


 


সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-১৮১৫