সিলেট মহানগরের কাজিটুলার আজিজুল আম্বিয়া সজিব ব্রিটেনে সদ্য সমাপ্ত স্থানীয় কাউন্সিলর নির্বাচনে লুটন এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সজিব কাজিটুলা এলাকার বাসিন্দা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা রোটারিয়ান আব্দুল মালিক সুজন ও লায়ন আসিয়া খানম সিকদারের একমাত্র ছেলে। তিনি সিলেট এম.সি. কলেজের প্রাক্তন ছাত্র এবং লন্ডনের রয়হামটন ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে মাস্টার্স করেন। 


এদিকে, রোটারি ক্লাব সিলেট সাউথের প্রেসিডেন্ট জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও সেক্রেটারি মোহাম্মদ আলী মঞ্জুর এক বিবৃতিতে আজিজুল আম্বিয়া সজিব লুটনে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর