কৃষি তথ্য সার্ভিস (খামারবাড়ি ঢাকা) এর পরিচালক কৃষিবিদ ড.সুরজিত সাহা রায় বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর কৃষি গড়ে তুলতে হবে। কৃষি প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে কৃষি আধুনিকায়ন ত্বরান্বিত করতে হবে৷ কৃষির বৈপ্লবিক পরিবর্তনই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভীষণ বাস্তবায়নে কৃষি প্রযুক্তির আধুনিকায়নের বিকল্প নেই।
 

তিনি শনিবার দুপুরে (১৩ মে) দক্ষিণ সুরমার চন্ডীপুলস্থ আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস কার্যালয়ের সম্মেলন কক্ষে কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেট কতৃক আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট কৃষি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 


কৃষি তথ্য সার্ভিস সিলেটের আঞ্চলিক বেতার  কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাবিপ্রবি’র কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি।
 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক খয়ের উদ্দিন মোল্লা।

আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর উপ পরিচালক ড. কাজী মো. মুজিবুর রহমান, সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরই সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, বিএডিসি সিলেট এর যুগ্ম পরিচালক (বীজ বিপনন) সুপ্রিয় পাল।
 

কৃষি তথ্য সার্ভিস সিলেটের অডিও ভিজুয়াল আর্টিস্ট মেসবাহ উদ্দিন আহমদ এর পরিচালনায় সেমিনারে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন। সেমিনারের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এর প্রশিক্ষক মো. রকিবুর রহমান।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪৩