মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা সড়কের আদমপুর বাজার এলাকার রাস্তার দু’পার্শ্বে সাতটি আকাশমনি গাছ কেটে নিয়েছে দৃর্বৃত্তরা।
 

শুক্রবার দিবাগত রাতে গাছগুলো কেটে নেয় দুর্বৃত্তরা।


জানা যায়, আদমপুর সড়কের দু’পার্শ্বে এলজিইডির বিভিন্ন প্রজাতির সাতটি আকাশমনি গাছ কেটে খন্ড-খন্ড করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে ৮টি খন্ডাংশ রেখে বাকি খন্ডসমুহ নিয়ে যায়। আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিম মিয়া রাস্তার পার্শ্বের গাছ কাটা গাছের খন্ড পড়ে থাকতে দেখে ইউপি চেয়ারম্যান ও বনবিভাগকে অবহিত করেন।
 

ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, সড়কের পার্শ্বে নতুন সাতটি গাছ কাটার মোথা পাওয়া গেছে এবং ৮টি খন্ডে প্রায় ২৫ ঘনফুট গাছ পাওয়া গেছে। সড়ক সংলগ্ন মূল্যবান গাছগুলো প্রায়ই কেটে নিয়ে যাচ্ছে অসাধু চক্র। বারবার উপজেলা প্রশাসন, বনবিভাগ এমনকি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এসব অপকর্ম রোধে কঠোর পদক্ষেপ নিতে বলেছি।
 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, কমলগঞ্জ-কুরমা সড়কের আদমপুর এলাকা থেকে গাছ চুরি যাওয়ার খবর পেয়েছেন। চুরি যাওয়া গাছ ও চোরদের আটক করার জন্য থানা পুলিশের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
 

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, কমলগঞ্জ-কুরমা সড়কের আদমপুর এলাকায় এলজিইডির গাছ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-২৪৫