কওমি মাদরাসা বোর্ড ‘‘আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ’’-এর উদ্যোগে তিন দিনব্যাপী শিক্ষক-প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ থেকে ১৩ পর্যন্ত বোর্ডের নিজস্ব ট্রেনিং ক্যাম্পাস দক্ষিণ সুরমার কায়েস্তরাইলে কর্মশালাটি সম্পন্ন হয়।
প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলমান কর্মশালায় বোর্ডের আওতাধীন মাদরাসাসমূহের দুই শতাধিক শিক্ষক ফ্রি আবাসিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ গ্রহণ করেন।
বিষয়ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থী- অভিভাবকের সাথে আচরণবিধি এবং শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।
আলোচনা পেশ করেন আকবর কমপ্লেক্স ঢাকার মুহতামিম মুফতি দিলাওয়ার হুসাইন, মেখল মাদরাসার মুহতামিম মাও. শায়খ মুহাম্মদ উসমান ফয়জি সাহেব, ইসলামিক ফাউন্ডেশন সিলেট-এর উপ-পরিচালক মাও. শাহ নজরুল ইসলাম সাহেব, আল হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাও. অসিউর রহমান সাহেব, দরগাহ মাদরাসার মুহতামিম মাও. মুহিব্বুল হক গাছবাড়ী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাও. মুহিউল ইসলাম বুরহান।
এদারার রচনা সম্পাদক হাফিয মাও. ফখরুযযামান সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধনী বক্তব্য পেশ করেন মহাসচিব মাও. আব্দুল বছীর। বোর্ডের সভাপতি মাও. শায়খ জিয়াউদ্দীন সাহেবের সমাপনী বক্তব্য ও দুআর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এদারার সহকারী মহাসচিব মাও. এনামুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাও. ইউসুফ আহমদ খাদিমানি, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাও. সৈয়দ আব্দুর রহমান, নাযিমে তানযিম হাফিয মাও. আহমদ কবীর প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর