মৃত্যুর ২০ দিন পর লেবানন থেকে বাড়িতে এসে পৌঁছেছে গোলাপগঞ্জের জুবের আহমদ নামে এক যুবকের মরদেহ।
 

রবিবার (১৪ মে) জুবেরের মরদেহ দেশে এলে তার নিজ বাড়ি উপজেলার বাঘা ইউনিয়নের মাঝের মহল্লা গ্রামে নিয়ে আসা হয়। লাশ পৌঁছা মাত্র এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে আসে।
 


মারা যাওয়া যুবক ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি সাবেক কৃতি ফুটবলার ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ।
 

জানা যায়, গত ২৪ এপ্রিল লেবাননে তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। এরপর বেশ কিছু প্রক্রিয়া শেষ করে আজ দেশে আসা তার মরদেহ। স্বপ্ন পূরণ হওয়ার আগেই বিদেশের মাটি থেকে বাক্সবন্দী হয়ে নিজ বাড়িতে এলেন তিনি। মরহুমের জানাজার নামাজ আজ রোববার দুপুর ২টা ১৫মিনিটের সময় বাঘা হাতালি মাঠে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়।


 

সিলেটভিউ২৪ডটকম/জয়/এসডি-২৭৫