অল্প বৃষ্টিতেই সিলেটের বিভিন্ন সড়ক, অলি-গলি পানিতে তলিয়ে যাওয়ার ভোগান্তি কিছুতেই পিছু ছাড়ছে না মহানগরবাসীর। মঙ্গলবারও (১৬ মে) অল্প বৃষ্টিতে মহানগরের সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিধবাজার এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। 

স্থানীয়রা বলেন- নির্বাচিত মেয়র-কাউন্সিলররা শুধু উন্নয়নের জয়গান শুনিয়ে যান, কিন্তু জলাবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেন না। আজ (মঙ্গলবার) বিকালে অল্প কিছুক্ষণের বৃষ্টিতেই সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার ও লন্ডনি রোড এলাকাসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায় পানিতে। এসময় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টির পানিতে তলে গেলে যানবাহন চলাচল করতে গিয়ে অনেক দুর্ঘটনাও ঘটে। 



সিলেটভিউ২৪ডটকম / সবুজ / ডালিম