মধ্যযুগের কবি দ্বীজ কানাইয়ের মৈমনসিংহ গীতিকা’র অন্যতম দৃশ্যকাব্য ‘মহুয়ার পালা’ মঞ্চায়ন শুরু করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'শিকড়'।
 

পাঁচ দিনব্যাপি আয়োজিত ‘সপ্তবিংশতি: শিকড় লোকজ উৎসব ১৪৩০’র চতুর্থ দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ পালাটি মঞ্চায়ন করা হচ্ছে।
 


এতে পালাগান ও অভিনয় করছেন শিকড়ের সদস্যরা। টিকেট পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় মিলানায়তনের সামনে।
 

পালাটির কাহিনি সম্পর্কে শিকড়ের সাধারণ সম্পাদক সাজিদ আলম পাঠোয়ারী বলেন, পালাটির কাহিনি গড়ে উঠেছে একটি অসাম্প্রদায়িক মানবিক প্রণয়কে কেন্দ্র করে। একদিকে ছয় মাস বয়সী চুরি হওয়া কন্যা অনিন্দ্যকান্তি মহুয়া অন্যদিকে জমিদারপুত্র নদের চাঁদ। তাদের অদম্য প্রেম সকল বাধাবিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে চেয়েছে। কিন্তু বেদে সরদার হুম্রা সামাজিক, বৈষয়িক ও মনস্তাত্ত্বিক কারণে এ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। মৃত্যুই হয় তাদের অবশ্যম্ভাবী পরিণতি।
 

এছাড়া উৎসবের সমাপনী দিনে (১৭ মে) একই জায়গায় একই সময়ে ’জলের গান’ ব্যান্ডের অংশগ্রহণে আকর্ষণীয় কন্সার্ট অনুষ্ঠিত হবে।
 

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা ও সিলেটের দরগা গেইটের নিউ মুঘল মাসালায় টিকিট পাওয়া যাচ্ছে।


 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-৩২২