বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল বিভাগের আয়োজনে কাব স্কাউট, স্কাউটস, রোভার স্কাউটের জাতীয় প্রতিভা অন্বষণে প্রতিযোগিতায় পুরো দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ক্বেরাতে দ্বিতীয় হয়েছে মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার জাহাঙ্গীর আলম।
আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা শেষে গত ১২ মে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে জাহাঙ্গীর আলম ক্বেরাতে দ্বিতীয় স্থান অর্জন করে।
মঙ্গলবার (১৬ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. তোফাজ্জল হোসেন মিয়া, মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও মাননীয় কমিশনার দূর্নীতি দমন কমিশন।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের একজন রোভার ও বাংলা বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত