সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার কারিকোনা গ্রামে প্রতিষ্ঠিত ‘জামেয়া ইব্রাহিম আল-খালিল (আঃ) মাদ্রাসা তাহফিজ-উল-কোরআন ও আশরাফিয়া স্কুল’র উদ্বোধন করা হয়েছে।
 

বুধবার (১৭ মে) দুপুরে প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মাদ্রাসার মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 


প্রধান অতিথি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও দারুল উলুম ব্যারি মাদ্রাসা ইউকের শায়খুল হাদিস শায়েখ মাওলানা বিলাল বাওয়া।
 

সভা শেষে তিনি দোয়া পরিচালনা করেন।

যুক্তরাজ্য প্রবাসী ও মাদ্রাসার ভূমি দাতা পৌর শহরের কারিকোনা গ্রামের বাসিন্দা মো. মসাঈদ আলীর সভাপতিত্বে ও সংগঠক আমির আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী চিন্তাবিদ মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা আপ্তাব উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মোজাম্মিল হক, মাওলানা রেজওয়ানুল হক রাজু, মুফতি মিনহাজ, মাওলানা সদরুল আমিন।
 

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সমাজসেবক আনোয়ার হোসেন, কারিকোনা গ্রামের মুরব্বী নূরুল ইসলাম, সমসাদ আলী, ময়নুল হক, সফিক আহমদ, সংগঠক ইলিয়াছ আলী প্রমুখসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-৩৪৮