হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বছরের পর বছর মাধবপুর থানায় জব্দকৃত গাড়ীগুলো অযত্নে অবহেলা পড়ে রয়েছে। দীর্ঘ সময় পড়ে থাকায় গাড়ীগুলো মরিচা ধরেছে। মাদকবাহী, সড়কদুর্ঘটনা, চোরাই মালামাল বহনকারী গাড়ি নানা অপরাধে থানা পুলিশের জব্দকৃত অনেক গাড়ি বছরের পর বছর আইনী জটিলতায় পড়ে আছে। এতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ।


দেখা যায় দীর্ঘ সময়ধরে গাড়ি গুলো মাধবপুর থানার সামনেই অযত্নে অবহেলায় পরে রয়েছে। অনেক সময় দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে মালিক পক্ষ গাড়ি ফেরৎ পেলেও ঐ গাড়ির যন্ত্রাংশ ঠিক থাকে না। থানায় নির্দিষ্ট ড্রাম্পিংয়ের ব্যবস্থা নেই। কোন কোন গাড়ি একাবারে মরিচা ডেকে রয়েছে। অনেক গাড়ি মরিচা ধরতে ধরতে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, রোধে পুরে, বৃষ্টিতে ভিজে, অযত্নে অবহেলা এসব গাড়ি এখন জির্ণ সির্ণ অবস্থায়। যত দিন যায় ততই কমতে থাকে এসব গাড়ির মূল্য। 



গাড়ি গুলো অযত্ন অবহেলা রাখার বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার অফিসান ইনচার্জ আব্দুর রাজ্জাক  জানান, মামলায় জব্দকৃত মালামাল আদালতের আদেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু গাড়িগুলো কেন অযত্ন অবহেলা মাধবপুর থানার সামনে পড়ে রয়েছে এই বিষয়ে তিনি কোন সঠিক জবাব দেয়নি।

সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইআ-০১