সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় আহত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত মো. শামসুল মিয়া (৩৬) উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে।


বৃহষ্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


এর আগে গত মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫টায় বিশ্বনাথ পৌর শহরের হরিকলস রোডে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।


জানা যায়, পেশায় অটোরিকশাচালক শামসুল ঘটনার দিন মোটরসাইকেলযোগে বিশ্বনাথ পৌরশহরের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার মারা যান তিনি।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শামসুলের চাচাতো ভাই মো. মাছুম হোসাইন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম