লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহেদ চৌধুরী। গত বুধবার দায়িত্ব গ্রহণ করেন তিনি।
লন্ডনভিত্তিক অ্যাস্পায়ার পার্টি থেকে স্থানীয় বারার ল্যান্সবারী ওয়ার্ডের কাউন্সিলর হওয়া জাহেদ রাজনীতির পাশাপাশি কমিউনিটি একটিভিস্ট হিসেবেও পরিচিত। তিনি অ্যাস্পায়ার পার্টির কোষাধ্যক্ষ পদে আছেন।
জাহেদ চৌধুরীর পৈত্রিক বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁনসিরকাপন গ্রামে। প্রায় ৩৭ বছর আগে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন। ব্যক্তিজীবনে ৩ ছেলে ও ২ মেয়ের জনক তিনি।
বুধবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা বসে। অ্যাস্পায়ার পার্টির পক্ষে স্পিকার হিসেবে জাহেদ চৌধুরীর নাম প্রস্তাব করেন ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার। তাকে সমর্থন করেন হাউজিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর কবির আহমদ।
এদিকে, ডেপুটি স্পিাকার হিসেবে ব্রমলি নর্থ-এর কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ মনোনীত হয়েছেন।
স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করে জাহেদ চৌধুরী বলেন, ‘আমি বারার সব মানুষ, ওয়ার্ডের বাসিন্দা, নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং সহকর্মী কাউন্সিলরদের কাছে কৃতজ্ঞ। আশা করি সকলের সহযোগিতায় আমি বারার মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় অবদান রাখবো।’
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে/এসডি-৩৭৬