বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে সিলেটে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। সিরিজের প্রথম চার দিনের আনঅফিসিয়াল ম্যাচটি 'ড্র' হয়েছে।
শনিবার বিশ্রামের দিন তাই সিলেটে কেনাকাটা করেছে উইন্ডিজের ক্রিকেটাররা।
শপিং করতে নগরের জিন্দাবাজারে অবস্থিত এসএনপি স্পোর্টসে যান ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সিলেটের জনপ্রিয় এই ব্র্যান্ড থেকে টাউজার, ক্যাপসহ পছন্দের ক্রীড়া সামগ্রী কিনেন উইন্ডিজ ক্রিকেটাররা।
বিশ্রামের দিন শনিবার শপিং ছাড়াও সিলেট নগরী ঘুরেন ক্যারিবিয়ানরা। উইন্ডিজ কিংবদন্তী শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপল, স্পিনার গুদাকেশ মতিসহ আরও ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম ম্যানেজম্যান্টের সদস্যরা ব্যস্ত সময় পার করেন কেনাকাটা করতে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০৪