সিলেটের হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক এর এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (২০ মে) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।


সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারা বেগম, এমএসএফের সিনিয়র লইয়ার এ্যাডভোকেট নাহিদ শামস।
 

সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্ক এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

একডো'র নির্বাহী পরিচালক ও নেটওয়ার্ক এর সদস্য সচিব লক্ষ্মীকান্ত সিংহের স্বাগত বক্তব্যের পর বিগত চারমাসের মানবাধিকার পরিস্থিতির পরিসংখ্যানগত তথ্য উপস্থাপন করেন একডো'র সমন্বয়কারী নোংপকলৈ সিনহা।
 

ওরাওদের ভুমি দখল, বড়লেখা উপজেলার বেরেঙ্গা পুঞ্জিতে খাসি সম্প্রদায়ের কয়েক হাজার পান গাছ ও সুপারি গাছ কাটা, রেহেনা চা বাগান কতৃপক্ষ কর্তৃক কাকড়াছড়া পুঞ্জির রাস্তা অবরোধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।
 

সভায় আরো বক্তব্য রাখেন- ব্লাস্টের সমন্বয়কারি এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী সৈয়দা শিরিন আক্তার, এইচআরডি সদস্য এডভোকেট মনির আহমদ হেলাল, এইচআরডি আইনজীবী রেজাউল করিম খান, এফআইভিডিবির জেলা সমন্বয়কারী আজিম উদ্দিন, এমএসএফ এর ডকুমেন্টেশন ও রিপোর্টিং অফিসার মোছা. তানিয়া আক্তার, এইচআইডি এলিজ্যাক টাংসং, মিলন উরাং প্রমুখ।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০৯