সিলেটের কোম্পানীগঞ্জে নগদ টাকাসহ ৬ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ মে) রাতে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লাছুখাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবুল বাশার (৫০), বাবুল হোসেন (88), আব্দুল্লাহ মামুন (৩৫), মোঃ সাদ্দাম হোসেন (৩৫), শুকুর মিয়া (৩৯), সহিদ মিয়া (৪৫)।
থানা পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার এসআই শাহ আলম ভূইয়ার নেতৃত্বে এসএসআই আজিজুর রহমান, মঞ্জুর রহমান, এসআই সুরঞ্জিত তালুকদার, এসআই জনার্দন তালুকদার ও এএসআই কাঞ্চন চক্রবর্তী এই অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলার ব্যবহৃত ৩ বান্ডিল কাগজের তাস, নগদ ৩ হাজার টাকা, ১ টি প্লাস্টিকের চট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত জুয়া মামলা রুজু করা হয়েছে জানিয়ে এসআই শাহ আলম ভূইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ মাহি