সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপি ‘ইন্টার ইউনিভার্সিটি কালচারাল ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে।
গান, নাচ, রেম্প, আবৃত্তি করে সবাইকে আনন্দ দেয় লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা।
তাছাড়া অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃত, সাস্ট সাহিত্য সংসত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোহনা (এমসি কলেজ) সংগঠন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং এতে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উপদেষ্টা মিসেস শাম্মী আক্তার।
বক্তব্য রাখেন- ক্লাবের সহ- উপদেষ্টা সায়িদা নাজিয়া মাহবুবা, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর IECC-Sylhet এর পক্ষে ফজলে রাব্বি।
অনুষ্ঠান শেষার্ধে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি প্রলয় রকসিত, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ছাকিব, সহ-সভাপতি শাহারিয়ার হোসেন এবং স্বপ্নিল ঈশিতা।
সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি তুষার তালুকদার ও পারফর্মার লিড দিগন্ত তালুকদার।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪২৮