সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর নির্বাচন থেকে সরে যাওয়ার পর এবার সিসিকের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন বর্জন করলেন সিলেট মহানগর বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি হাজী মো. আমির হোসেন।
রবিবার (২১ মে) দুপুরে এক সভা ডেকে নির্বাচন বর্জনের ঘোষনা দেন তিনি।
এসময় তিনি বলেন, আমার দল যেহেতু নির্বাচন বর্জন করেছে, বিএনপির কর্মী হিসেবে আমিও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতাকমীরা।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত