‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র হবে পুনরুদ্ধার’ এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে জীববৈচিত্র দিবস পালন করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
এসময় শহরের বৃন্দাবন সরকারি কলেজ সংলগ্ন প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ।
এতে প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।
অতিথি ছিলেন- বাপা হবিগঞ্জের সহ-সভাপতি সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও লোক গবেষক অধ্যাপক জাহান আরা খাতুন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- হবিগঞ্জের বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী। শুরুতে ধারণা বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনায় করেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বন উজার, জীববৈচিত্র ধ্বংস, পরিবেশ বিনষ্ট কার্যক্রম বেড়ে গেছে। যেজন্য পরিবেশের ভারসাম্যহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে দিনের পর দিন। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা ও সংরক্ষণের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য রাখতে হবে। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বিয়াম ল্যাবরেটরি স্কুলে গিয়ে শেষ করা হয়। এসময় পথচারী, শিক্ষক, শিক্ষার্থী অবিভাবক এর মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।
এ বিষয়ে বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য, ল²ী বাউর জলার বন, পাহাড় টিলা কাটা, বন উজাড়, শিল্পবর্জ্য দূষণে জলজ জীববৈচিত্র ধ্বংস ইত্যাদি বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথি ড. মো: জাহাঙ্গীর বলেন, হবিগঞ্জের রেমা-কালেঙ্গা অভয়ারণ্য ও সাতছড়ি জাতীয় উদ্যান জীববৈচিত্রের দিক দিয়ে দেশে অনন্য। সবার সহযোগিতায় এখানকার জীববৈচিত্র রক্ষা করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-৪৫০