সিলেট সিটি করর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, সিলেট শহরকে যানজটমুক্ত ও দূষণমুক্ত নগর হিসাবে গড়ে তুলতে চাই। সিলেট শহরকে যানজট ও দূষণমুক্ত করতে পরিকল্পিত, সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করব। জলাবদ্ধতা নিরসনে সর্বাধিক গুরুত্ব দেব। তাই ম্যাপ করে রুটিন ওয়ারী কাজের মাধ্যমে দ্রুততম সময়ের ভিতর জলাবদ্ধতা নিরসন, যানজট ও দূষণমুক্ত নগর উপহার দেবো ইনশাআল্লাহ।
 

তিনি সোমবার নগরীর ৩ ও ১১নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।
 


এসময় অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৬০