প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের শাস্তি দাবি নানা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ।
 

সোমবার দুপুর দুইটায় বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করে তারা।
 


সিলেট নগরীর রিকাবিবাজার মোড়ে বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে সেটি পুড়িয়ে দেন ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা।
 

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্রলীগ নেতা মো. আলভী ফরাজি, শেখ সাদি ও শেখ তাকরিম বিন আমির বক্তব্য রাখেন।
 

বক্তারা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের রূপকার, বাংলাদেশের অগ্রযাত্রার প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসাথে সকল ষড়যন্ত্রকারীদের ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-৪৬২