আগামি ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক। হ্যাট্রিক বিজয়ের প্রত্যাশায় তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
 

সোমবার (২২ মে) দুপুর দেড়টায় সিলেট মেন্দিবাগস্থ নির্বাচন কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন।


মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম,আফসার আজীজ, ইফতেখার হোসেন মনি, সাংবাদিক মাসুদ আহমদ রনি, উজ্জ্বল দেসহ ১১ নং ওয়ার্ডের সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীরা।
 

মনোনয়ন ফরম জমাদান পরবর্তী সময়ে এক প্রতিক্রিয়ায় রকিবুল ইসলাম ঝলক বলেন, ওয়ার্ডবাসির ভালোবাসা ও তাদের প্রত্যাশা পূরণে আমি নির্বাচন করছি। বিগত দিনেও ১১ নং ওয়ার্ডবাসী আমাকে টানা দুইবার ভোট দিয়ে  নির্বাচিত করেছেন। আমি সব সময় আমার ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। ওয়ার্ড বাসীর ভালোবাসা ও দোয়া নিয়ে আমি আরও এগিয়ে যেতে চাই।
 

পরিশেষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করার জন্য ওয়ার্ড বাসীর প্রতি আহবান জানান।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৬৩