প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
 

সোমবার (২২ মে) বিকেলে কুমারগাঁও তেমূখী পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে উত্তর সুরমা বাস্ট্যান্ড হয়ে আবার তেমূখী পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 


সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৭৯