দাম্পত্য জীবনে সুখে নেই ব্রেস্টে অস্ত্রোপচার করে আলোচিত ও বিতর্কের কেন্দ্রে আসা সেই মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। জানা গেছে, কয়েকদিন বাদেই স্বামী আবু সালেহ মুসার সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের দুরাবস্থার জন্য তিনি স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করেছেন।
কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যম ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছিলেন সানাই। এবার এ বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন তিনি। সোমবার সানাই গণমাধ্যমকে বলেন, ‘শাশুড়ির জন্য আমাদের সংসার এখন ভাঙনের পথে। এ নিয়ে স্বামীকে কিছু বললেও সে চুপ থাকে।’
আগামী ৭ জুন আদালতের মাধ্যমে স্বামী আবু সালেহ মুসার সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হবে বলেও জানিয়েছেন বিতর্কিত এই মডেল। তিনি বলেন, ‘আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না। একটি সংসার টিকিয়ে রাখার জন্য দুজনের চেষ্টা প্রয়োজন। কিন্তু ওর (স্বামী) মাঝে আমি সেটা দেখি না।’
এছাড়া একই দিন ফেসবুকে এক পোস্টে সানাই লেখেন, ‘যে স্বামী বোঝেনি তার স্ত্রী তার কাছে কতটুকু দামি...। ছেড়ে দেয়াই উত্তম সেই পুরুষের হাত, যে বোঝেনি নারীর কদর।’
এই পোস্ট দেয়ার কয়েকদিন আগেই অন্য এক পোস্টে সানাই লেখেন, ‘বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো জীবনের অংশ এবং সব দোষ যে মেয়েদেরই, এমনটাও ভাবার কিছুই নাই। স্বামী/স্ত্রী উভয়েরই কারণে বিচ্ছেদ হয়। একজনের দোষ খুঁজে লাভ কী? যাইহোক জীবন এমনই।’
সানাই মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে মিউজিক ভিডিওতে কাজ করেন। এরপর ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ নামের দুটি সিনেমায় অভিনয় করেন। যদিও সিনেমা দুটি পরবর্তীতে মুক্তির মুখ দেখেনি।
এছাড়া মডেলিং বা অভিনয় দিয়ে সেভাবে কখনোই আলোচনায় আসতে পারেননি সানাই। তাকে নিয়ে চর্চা তুঙ্গে ওঠে ২০১৮ সালে। অস্ত্রোপচারের মাধ্যমে নিজের স্তন বড় করে রাতারাতি ভাইরাল হয়ে যান সানাই। পড়েন তুমুল সমালোচনার মধ্যে।
এর পাশাপাশি ২০১৯ সালে নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়েও আলোচনার কেন্দ্রে আসেন সানাই। যদিও শেষ পর্যন্ত ২০২২ সালে বিয়ে করেন পেশায় ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসাকে। কিন্তু ভাঙনের একেবারেই দ্বারপ্রান্তে সেই সংসার। সময়ের অপেক্ষা মাত্র।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৬