সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩২নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট আফছর আহমদ।

সোমবার (২২ মে) দুপুরে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।


অ্যাডভোকেট আফছর মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বলেন, ৩২ নম্বর ওয়ার্ড নতুন করে সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত হয়েছে। এখনো অনেক উন্নয়ন কাজ করার মতো আছে। নির্বাচিত হলে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ, নির্বাচনে বিজয়ের মাধ্যমে ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। নির্বাচনী কার্যক্রমে তিনি সকলের সহযোগিতা ও দুআ কামনা করেন।

এসময় ওয়ার্ডের মুরব্বীয়ান, তরুণ যুব সহ সর্বস্থরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র দাখিলের আগে সকালে নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করেন ও পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন অ্যাডভোকেট আফছর আহমদ।


সিলেটভিউ২৪ডটকম/পিডি