সিলেটের ওসমানীনগরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ছিলমানপুর গ্রামের রাস্তার পাশে আনুমানিক ৭০ বছরের এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুরে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসমানীনগর থানার এস.আই কমলা কান্ত সিলেটভিউ-কে বলেন- ওই নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন। লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম