সিলেটে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সদস্যদের অভ্যর্থনা দিয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে ওপার বাংলার প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সদস্যদের অভ্যর্থনা দেয় সিলেট ট্যুরিস্ট ক্লাব।
বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশ্ব বাংলা পত্রিকার প্রধান সম্পাদক ড. রাধাকান্ত সরকার, বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাংস্কৃতিক সম্পাদিকা ও বিশ্ব বাংলা পত্রিকার সম্পাদক ড.শিবানী দাস, চলচ্চিত্র প্রযোজক কেয়া বসাক, সাহিত্যিক ড. গৌরি প্রসন্ন মন্ডল, কবি শিবশঙ্কর বকসী, সমাজকর্মী সুজা বকসী, রবীন্দ্র সংগীত শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী টুন্না মজুমদার, কবি অমর কুমার দাসকে এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- দি নিউ নেশন'র সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, সিলেট ট্যুরিস্ট ক্লাব সভাপতি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান এনামুল কবির, অর্থ সম্পাদক রোটারিয়ান মওদুদ আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫০৪