বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা লেখা ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার। এই প্রতিযোগিতায় দারুণ সফলতা অর্জন করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
 

‘দ্রোহ ও প্রেমের কবি নজরুল’ শীর্ষক রচনা লেখা প্রতিযোগিতায় ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অধিকার করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের তিন শিক্ষার্থী। তারা হলেন- যথাক্রমে ইমা আক্তার, মো. তারেক আহমেদ ও শাহরিয়ার আলম মেহেদি।
 


এদিকে কাজী নজরুল ইসলাম সংশ্লিষ্ট বইপাঠ প্রতিযোগিতায় ২য়, ৩য়, ও ৪র্থ স্থান অর্জন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা। এ তিনজন হলেন- যথাক্রমে আহমেদ তারেক, শাহরিয়ার আলম মেহেদি ও জয়ন্ত সেন।
 

শিক্ষার্থীদের এমন সাফল্যকে অভিনন্দিত করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।


 

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে/এসডি-৬৫৮